ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিশন চেয়ে হাইকোর্টে রিট

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিশন চেয়ে হাইকোর্টে রিট

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ১৩:৩৩

পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য স্বাধীন 'পুলিশ অভিযোগ তদন্ত কমিশন' (পিসিআইসি) গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত আইজিপি, অবসরপ্রাপ্ত সচিব, আইনের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠনের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ১০২ জন আইনজীবীর পক্ষে মোহাম্মদ শিশির মনির রোববার হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় এ আবেদনটি দায়ের করেন।

পরে তিনি সাংবাদিকদের জানান, বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য দাখিল করা হয়েছে। ওই বেঞ্চের কার্যতালিকা অনুসারে শিগগিরই রিটটি শুনানির জন্য আসবে।

রিট আবেদনে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে। এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর এই বিবাদীদের একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের অনুরোধ জানিয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় গতকাল রিটটি দায়ের করা হয়।

আরও পড়ুন

×