ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইরফান সেলিমকে মাদক মামলা থেকে অব্যাহতি

ইরফান সেলিমকে মাদক মামলা থেকে অব্যাহতি

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২১ | ০১:৩৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২১ | ০২:৪৬

ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাংসদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান ওই মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন।

গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ দেলোয়ার হোসেন আদালতে অব্যাহতির আবেদন জমা দেন। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এরআগে গত ১৮ ফেব্রুয়ারি অস্ত্র নিয়ন্ত্রণ আইনের আরেকটি মামলায় অব্যাহতি পান ইরফান সেলিম।

গত ২৫ অক্টোবর রাতে কলাবাগানে হাজী সেলিমের একটি গাড়ি থেকে দুই-তিন জন ব্যক্তি নেমে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধর করেন বলে অভিযোগ।

ওই ঘটনায় ২৬ অক্টোবর ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার একটি মামলা করেন তিনি। এরপর ২৮ অক্টোবর র‌্যাব-৩ এর ডিএডি কাইয়ুম ইসলাম চকবাজার থানায় এরফান সেলিম ও দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের পৃথক চারটি মামলা করেন।


আরও পড়ুন

×