ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনার বিস্তার ঠেকাতে সমন্বয় সেল গঠন

করোনার বিস্তার ঠেকাতে সমন্বয় সেল গঠন

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ১২:৫২ | আপডেট: ০১ জুলাই ২০২১ | ১২:৫৫

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সমন্বয় সেল গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণায় যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে; এসব বিষয়ে সংশ্নিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় এবং মাঠ পর্যায়ে যোগাযোগ রক্ষা করবে এই সেল। সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের সমন্বয় সেলের অন্য সদস্যরা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোমেনা খাতুন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি।



 





আরও পড়ুন

×