লকডাউনেও সক্রিয় কোয়ান্টামের দাফন সেবা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ১০:৫২
সারা দেশে সর্বাত্মক লকডাউনের মধ্যেও করোনায় মৃতদেহ দাফন বা সৎকারে সক্রিয় রয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। ধর্ম-বর্ণ নির্বিশেষে কোয়ান্টামের হাজারো স্বেচ্ছাসেবী ২৪ ঘণ্টা কাজ করছেন।
রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম দাফন কার্যক্রমের ইনচার্জ খন্দকার সজিবুল ইসলাম সমকালকে জানান, গত ১ জুলাই থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে ঢাকায় ২০ জনের লাশ দাফন করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা।
স্বাস্থ্যবিধি মেনে যথাযথ ধর্মীয় রীতি মেনে চলছে কোয়ান্টামের এ সেবা। হাসপাতাল ছাড়াও কাকরাইলে নিজস্ব গোসলখানায় ভাইরাসমুক্ত করে যথাযথভাবে কবরস্থান বা সমাধি পর্যন্ত কোয়ান্টামের এ সেবা দেওয়া হচ্ছে।
কোয়ান্টাম প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজার মরদেহের শেষকৃত্য সম্পন্ন করেছে সংগঠনটি। এর মধ্যে মুসলমান ৩ হাজার ৪২৮ জন, সনাতন ৪৮৭ জন, অন্ত্যেষ্টিক্রিয়া ২২ জন এবং সমাধি করা হয়েছে ৩৪ জনের।