বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১ | ০৩:৪৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২১ | ০৩:৪৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
রোববার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি এই শ্রদ্ধা জানানো হয়।
পরে ভারতীয় হাইকমিশনের এক টুইটে বলা হয়, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের শোকে ভারত সমব্যথী।'
টুইটে আরও বলা হয়, 'বঙ্গবন্ধু যে মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছিলেন আমরা তা রক্ষায় অনুপ্রাণিত হয়েছি।'