ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মুনিয়ার মৃত্যু: আনভীরকে অব্যাহতি দিলেন আদালত

মুনিয়ার মৃত্যু: আনভীরকে অব্যাহতি দিলেন আদালত

সায়েম সোবহান আনভীর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১ | ১০:৩০

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত নথি পর্যালোচনা করে বুধবার এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৯ জুলাই এ মামলায় আনভীরকে অব্যাহতি দেওয়ার সুপারিশসহ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

এরপর মঙ্গলবার ওই প্রতিবেদনের ওপর নারাজি দেন মামলার বাদী ও মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। পাশাপাশি অন্যকোনো সংস্থার মাধ্যমে মামলাটি তদন্তের আবেদন করেন তিনি।

বুধবার ওই নারাজি আবেদন খারিজ করে পুলিশের প্রতিবেদন গ্রহণ করে সায়েম সোবহান আনভীরকে অব্যাহতির আদেশ দেন আদালত।

গত ১৯ এপ্রিল রাতে ঢাকার গুলশান দুই নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে ২১ বছর বয়সী মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন নুসরাত জাহান তানিয়া।

আরও পড়ুন

×