অর্থ আত্মসাৎ ও পাচারের মামলা
এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, সাফাই সাক্ষী রোববার

সুরেন্দ্র কুমার সিনহা- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১ | ০৭:৫৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২১ | ০৭:৫৬
ফারমার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদের সাক্ষ্যগ্রহণ করেন। এরপর আদালত আগামী রোববার আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেন। মামলায় চার্জশিটভুক্ত ২১ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
আসামিদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, ফারমার্স ব্যাংকের ফাষ্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী শান্তি রায় পলাতক। ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) কারাগারে। ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমসহ ছয়জন জামিনে আছেন।
২০১৯ সালের ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা তদন্ত করে একই বছরের ৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে দুদক। গত বছর ১৩ আগস্ট একই আদালত ১১ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।