ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সেশনজট নিরসনে ঢাবির শরৎ ও শীতকালীন ছুটি বাতিল

সেশনজট নিরসনে ঢাবির শরৎ ও শীতকালীন ছুটি বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১ | ০৫:০৪ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ | ০৫:০৪

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শরৎ ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তবে দুর্গাপূজা উপলক্ষে ২০২১ সালের ১২ থেকে ১৫ অক্টোবর, লক্ষ্মী পূজা উপলক্ষে ১৯ অক্টোবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষে ২৫ ডিসেম্বরের ছুটি যথারীতি বহাল থাকবে।

আরও পড়ুন

×