ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফোনে আড়িপাতা ও ফোনালাপ ফাঁসে হাইকোর্টের উদ্বেগ প্রকাশ

ফোনে আড়িপাতা ও ফোনালাপ ফাঁসে হাইকোর্টের উদ্বেগ প্রকাশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১ | ১২:০৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ | ১২:০৮

ফোনে আড়িপাতা ও ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনাগুলোর ক্ষেত্রে হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কেউ যদি ফোনে আড়িপাতে এবং কেউ যদি তা রেকর্ড করে এটা চিহ্নিত করার বিষয় আছে। কারণ, জাতীয় নিরাপত্তা বিষয় আছে এক্ষেত্রে। যদি তৃতীয় পক্ষ কেউ রেকর্ড করে মিডিয়ায় দেয়, আর যদি সেটা প্রচার করা হয়, এক্ষেত্রে কিন্তু মিডিয়ারও দায়িত্বশীল ভূমিকার বিষয় আছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ভার্চুয়াল বেঞ্চ সোমবার এ সংক্রান্ত এক রিটের শুনানিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, 'সম্প্রতি আমি একটা মিডিয়ার প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে কিছু কিছু রিপোর্টিংয়ের ব্যাপারে জানতে চাইলাম- এ রিপোর্টগুলো এত বেশি হাইলাইট করে প্রচার করার কী আছে? তারা জানালো কিছু কিছু খবর প্রচারের পর ফেইসবুক বা ইউটিউবে দেওয়া হয়, তখন এটাতে লাইক পড়ে, শেয়ার হয়। এতে নাকি লাখ লাখ টাকা আয় হয়।'

এই বিচারপতি আরও বলেন, 'এ বিষয়টা কিন্তু অনেক সময় এ ধরনের নিউজগুলো (অডিও-ভিডিও ফাঁসের) প্রচারের পেছনে কাজ করে। আজকাল নানা ধরনের টিভি হয়েছে, এসবের লাইসেন্সও নাই, ঘরে ঘরে অনলাইন টিভি। যখন এ ধরনের নিউজ মিডিয়ায় পাবলিকলি চলে যায় তখন কিন্তু এসব ব্যক্তিকে অনেক ক্ষতিগ্রস্ত করে। কিন্তু কারা করে এটা আমরা জানি না। দুই পক্ষের এক পক্ষ করে দিতে পারে, তৃতীয়পক্ষ করতে পারে। তৃতীয় পক্ষের কী লাভ, আমার মনে হয় বিটিআরসির এটা দেখা দরকার।'

তিনি বলেন, 'ব্যক্তিগত বিষয়গুলোতে আড়িপাতা যেমন ঠিক না, তেমনি মিডিয়ায় সগৌরবে প্রচার করাও ঠিক না। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকা দরকার।'

এর আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানিতে বলেন, 'যারা রিট আবেদনটি করেছেন, তারা আইনজীবী। তারা নিজেরা ব্যক্তিগতভাবে কেউ ক্ষতিগ্রস্ত হননি। এ কারণে তাদের এই রিট আবেদন করার আইনগত এখতিয়ার নেই।' উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য রোববার দিন রাখেন আদালত।

আরও পড়ুন

×