ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহী রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহী রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১ | ০৮:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ | ০৮:৫৮

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে ৪০ হাজার শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে রোমানিয়া। বিশ্ব জোট নিরপেক্ষ সম্মেলনে যোগদানের জন্য সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'রোমানিয়া সরকারের সঙ্গে জনশক্তি রফতানি নিয়ে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশ থেকে বিভিন্ন খাতের জন্য ৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে।'

এখন পর্যন্ত রোমানিয়ায় এক হাজার শ্রমিক পাঠানো হয়েছে জানিয়ে ড. মোমেন বলেন, 'ঢাকায় রোমানিয়ার কোনো কূটনৈতিক মিশন না থাকায় সমস্যা হচ্ছে। বলকান যুদ্ধের সময় ঢাকায় মিশন বন্ধ করে রোমানিয়া। এরপর আর খোলেনি তারা। শ্রমিক নেওয়ার জন্য বাংলাদেশে মিশন থাকলে সুবিধা হবে। দেশটির কর্তৃপক্ষকেও বাংলাদেশে মিশন খোলার জন্য অনুরোধ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শ্রমিক পাঠানোর বিষয়টি দেখবে। রোমানিয়ায় সরকার টু সরকার পর্যায়ে শ্রমিক পাঠানো হবে, বেসরকারি খাতকে অন্তর্ভূক্ত করা হবে না।'

 তার সফরে রোমানিয়ার বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

×