ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দক্ষিণে তাপস ও ইশরাকসহ সব প্রার্থীর মনোনয়ন বৈধ

দক্ষিণে তাপস ও ইশরাকসহ সব প্রার্থীর মনোনয়ন বৈধ

শেখ ফজলে নূর তাপস ও ইশরাক হোসেন (বাঁ থেকে)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ২৩:৫০ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০০:১৮

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেনসহ দলীয় সাত প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

বৈধ অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ ছিল ৩১ ডিসেম্বর।

আরও পড়ুন

×