সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে সেলাই মেশিন দিলো নিসচা

সড়ক দুর্ঘটনায় নিহত একজনের সহধর্মিণী তার পরিবারের দুর্দশার কথা বলেন অনুষ্ঠানে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১ | ১১:১২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ | ১১:১৫
সড়ক দুর্ঘটনায় নিহত ও পঙ্গুত্ব বরণকারী ৫০ পরিবারকে সেলাই মেশিন দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব অসহায় পরিবারের পাশে দাঁড়ায় সংগঠনটি। সড়ক দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির প্রাণহানিতে যেসব পরিবারে চরম দুর্দশা নেমে এসেছে তাদের সদস্যদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী তাদের হাতে তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
মাটির ব্যাংকে গচ্ছিত টাকায় সেলাই মেশিন
অনুষ্ঠানে নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের নিজেদের পয়সা দিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করছি। কমিটির সদস্যদের মাটির ব্যাংকে জমা রাখা গচ্ছিত টাকা ভেঙ্গে সেই অর্থ দিয়ে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এই ৫০ সেলাই মেশিনের বাইরেও আরও ৫০টি দেওয়া হবে শাখা কমিটির পক্ষ থেকে। সড়ক দুর্ঘটনায় নিহত পবিারের সদস্যরা উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়ে। পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিরা নিংস্ব হয়ে পড়ে। এ পরিবারগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে, আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে সে কারণে তাদের মাঝে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেছিলাম। স্বাধীনতার ৫০ বছর পার করতে যাচ্ছি। আমি বুকের মধ্যে বাংলাদেশকে লালন করি। আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি। সমাজের প্রত্যেকে যে যেখানে আছে সেখান থেকে কাজ করলে তার কাজের প্রমাণ হবে।
চালক-হেলপারদের জীবনমান উন্নতি করতে হবে
ইলিয়াস কাঞ্চন বলেন, পরিবহন চালক, হেলপাররা আমাদের ভাই। সড়ক দুর্ঘটনা কমাতে হলে তাদের জীবনমানের উন্নতি করতে হবে। করোনাকালে চালকদের পাশে দাঁড়ায়নি মালিকরা। কিন্তু নিসচার প্রত্যেক শাখার কর্মীরা করোনার মধ্যে গণপরিবহন বন্ধের সময় নিজেরা ঈদ করার আগে সাধ্যমতো পরিবহন চালকদের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, এই দেশের মানুষ না খেয়ে থাকলে আমি খেতে চাই না। এই দেশের মানুষ কষ্টে থাকলে আমি সুখে থাকতে চাই না। সড়ক দুর্ঘটনারোধে আইন ছাড়া মানুষকে সচেতন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, শুধু আইনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে না- এই কথাটি যারা বলেন তা ঠিক নয়।
১১১ সুপারিশ বাস্তবায়নে যত দেরি হবে তত বেশি প্রাণহানি ঘটবে
সড়ক দুর্ঘটনারোধে গঠিত টাস্কফোর্সের ১১১টি সুপারিশ বাস্তবায়নের বিষয়ে জোর দিয়ে নিসচা চেয়ারম্যান বলেন, এই সুপারিশ বাস্তবায়নে যত দেরি হবে তত বেশি প্রাণহানি ঘটবে। তাই যত তাড়াতাড়ি সুপারিশ বাস্তবায়িত হবে তত প্রাণহানি কমবে। এর মধ্য দিয়ে স্বাধীনতার সুফল ঘরে আসবে।
চাল-হেলপারদের সন্তানদের লেখাপড়ার খরচ অবৈতনিকের আহ্বান
তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন নিসচা থাকবে ততদিন দেশের মানুষের পাশে থাকবো। পরিবহন চালক ও হেলপারদের সন্তানদের স্কুলে লেখাপড়ার খরচ বিনামূল্যে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্ধেক ফিতে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর ২৮ বছর আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। তিনি বলেন, তখন লোকে বলত বউ হারিয়ে পাগল হয়ে গিয়েছে। নিসচা সড়ক দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াচ্ছে। তার অংশ ৫০টি পরিবারকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। আরও ৫০টি দেবে নিসচার বিভিন্ন শাখা।
অনুষ্ঠানে মন্ত্রীর হাত থেকে সেলাই মেশিন গ্রহণ করেন সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল নজরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ম হামিদ, বিআরটিএর সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন নিসচার মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচার যুগ্ম মহাসচিব সাদেক হোসেন ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।
- বিষয় :
- নিরাপদ সড়ক চাই
- সেলাই মেশিন বিতরণ
- নিসচা