‘আমার সোনার সংসার তছনছ হয়ে গেছে’

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শিউলী আক্তার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১ | ১১:৪১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ | ১১:৪১
‘স্বামীর আয়ে আমাদের পরিবার বেশ ভালোই চলছিল। ফ্ল্যাট বাসায় থাকতাম। সন্তানদের স্কুলে লেখাপড়া করাতাম। ২০১৮ সালের এপ্রিলে উল্টোপথে বেপরোয়া বাসের আঘাতে মারা যান স্বামী। এরপর তিন মেয়ে ও এক ছেলে নিয়ে চরম বিপদে পড়েছি। আমার সোনার সংসার তছনছ হয়ে গেছে।’ এভাবেই ভরা অনুষ্ঠানে নিজের আর্তনাদ তুলে ধরে ডুকরে কেঁদে উঠেন শিউলী আক্তার।
সড়ক দুর্ঘটনায় নিহত বাস চালক কাজী মিজানের সহধর্মিনী তিনি। দুর্ঘটনায় নিহত ও পঙ্গুত্ব বরণকারী ৫০ পরিবারকে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসেছিলেন ময়মনসিংহের ভালুকা থেকে। নিরাপদ সড়ক চাই (নিসচা) -এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব অসহায় পরিবারের পাশে দাঁড়ায় সংগঠনটি।
সড়ক দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির প্রাণহানিতে যেসব পরিবারে চরম দুর্দশা নেমে এসেছে তাদের সদস্যদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন তুলে দেওয়া হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী তাদের হাতে তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
সেলাই মেশিন গ্রহণকালে শিউলী আক্তার আর্তনাদ বলেন, সন্তানরা বারবার বাবার কথা স্মরণ করে। দুর্ঘটনার পর বাস মালিকের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। মামলার কোনো অগ্রগতি নেই। ঢাকায় টিকতে না পেরে চলে গেছি গ্রামে। সেখানেও নানা বঞ্ছনার শিকার হচ্ছি।
শিউলী আক্তার বলেন, আমার শরীরে বিধবা, এতিমের গন্ধ- এ কারণে কি আমাদের দেখার কেউ নেই? একটা মানুষের জীবনে এত কষ্ট কি করে সহ্য করা সম্ভব? দুর্ঘটনায় সরকারের পক্ষ থেকে দেওয়া ২০ হাজার টাকার কথা উল্লেখ করে বলেন, একটা মানুষের জীবনের মূল্য কি ২০ হাজার টাকা?
তার মতো ভুক্তভোগী পরিবারের সদস্যদের বক্তব্য এমনই। তারা বলেন, আমাদের দিকে দেখার কি কেউ নেই। সড়ক দুর্ঘটনার কি কোনো সমাধান নেই? তার মতো ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্তনাদে ভারি হয়ে উঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। বক্তব্য দেন নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল নজরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ম হামিদ, বিআরটিএর সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন নিসচার মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচার যুগ্ম মহাসচিব সাদেক হোসেন ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।
- বিষয় :
- নিসচা
- নিরাপদ সড়ক চাই