ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঢাকা-ব্যাংকক ফ্লাইটের সূচিতে পরিবর্তন আনছে বিমান

ঢাকা-ব্যাংকক ফ্লাইটের সূচিতে পরিবর্তন আনছে বিমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১ | ০৭:৫৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ | ০৭:৫৪

ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তনসহ বাড়ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট।  

মঙ্গলবার বিমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে এ রুটে বিমানের ফ্লাইট।

বিমান কর্মকর্তারা জানান, ১৭ ডিসেম্বর থেকে ঢাকা-ব্যাংকক রুটে প্রতি সপ্তাহে ৩ দিন বৃহস্পতিবার, রোববার ও শুক্রবার ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান,হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১১টায় ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। অপরদিকে সপ্তাহে ৩ দিন বৃহস্পতিবার, রোববার ও শুক্রবার স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বিমানের ফ্লাইট। 


আরও পড়ুন

×