গণরুম সংকট সমাধানে ১৫ দিনের আলটিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৯:৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণরুম সংকট সমাধানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন বিভিন্ন হলের গণরুমের শিক্ষার্থীরা। সংকটের সমাধান না করা হলে গণরুমের শিক্ষার্থীরা উপাচার্য ভবনে গিয়ে উঠবেন বলেও হুমকি দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গণরুমের সমস্যার সমাধান ও নবীন শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করে ভর্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীদের নেতৃত্ব দেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। সেখানে তিনি বলেন, গণরুম টিকিয়ে রাখার মধ্য দিয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো ফায়দা লোটে। গণরুমকে দাসত্বের কারখানায় পরিণত করা হয়েছে। উপাচার্যের উদ্দেশে তিনি বলেন, ১৫ দিনের মধ্যে যদি গণরুম সমস্যার কোনো যৌক্তিক সমাধান না নেওয়া হয়, তাহলে গণরুমবাসী উপাচার্যের বাসায় গিয়ে থাকতে শুরু করবেন। ১৫ দিনের এদিক-ওদিক হবে না।
মানববন্ধনে অংশ নেওয়া অর্ধশতাধিক শিক্ষার্থী 'আমরা এখন চুপসে গেছি, জ্ঞানশূন্য কালো মাছি', 'গণরুমের বঞ্চনা, মানি না মানব না', 'প্রথমবর্ষ থেকে বৈধ সিটের অধিকার চাই' ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এদিকে, মানববন্ধনে ১৫ দিনের আলটিমেটামের পূর্ণ সমর্থন জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, সংকটের আশু সমাধান না করলে শুধু উপাচার্যের বাসভবনে নয়, শিক্ষার্থীদের হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকসহ যারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা ভোগ করেন, তাদের বাসভবনেও গিয়ে ওঠার আহ্বান জানাব।
- বিষয় :
- ঢাবি
- গণরুম সংকট