ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাংলা চ্যানেল পাড়ি দিলেন ২ চিকিৎসক

বাংলা চ্যানেল পাড়ি দিলেন ২ চিকিৎসক

ডা. সাকলায়েন রাসেল ও ডা. জেনজিবুল তারেক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১ | ২৩:০১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ | ২৩:০১

প্রথমবারের মতো টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন দুই চিকিৎসক।  

তার হলেন- ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কার্ডিওভাসকুলার সার্জন ডা. জেনজিবুল তারেক।

দেশের সর্ব দক্ষিণ সীমান্ত টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে সোমবার সাঁতার শুরু করেন তারা।

এছাড়া বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার বাংলা চ্যানেল পাড়ি দেয় ৭৯ সাঁতারু। সাগর উত্তাল থাকায় ২৫ সাঁতারু মাঝপথে থাকা উদ্ধারকারী ট্রলারে উঠে যান।

ডা. সাকলায়েন বলেন, ‘প্রথম চিকিৎসক হিসেবে আমরা দুই জন বাংলা চ্যানেল পাড়ি দিলাম। আমার লেগেছে ৬ ঘণ্টা ৪১ মিনিট। আর ডা. জেনজিবুলের লেগেছে ৬ ঘণ্টা ৫০ মিনিট। এর আগে ২০১৮ সালে এমন খারাপ আবহাওয়া দেখেছি। এবার তার চেয়েও খারাপ ছিল। এত বড় ঢেউ ছিল যে, অনেক সাঁতারুই অসুস্থ হয়ে পড়েন। তাদের মাঝপথে ট্রলারে উঠিয়ে নেওয়া হয়।’

১৬তম বাংলা চ্যানেল সাঁতারের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ব্র্যান্ড ফরচুন। রেসকিউ পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ কোস্টগার্ড। অংশীদার হিসেবে রয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ পর্যটন বোর্ড, ইউনাইটেড সিকিউরিটিজ, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ষড়জ, ভিসা থিং ও স্টুডিও ঢাকা।

আরও পড়ুন

×