পরিবহন আইন শিথিল হলে কাজে আসবে না: ইলিয়াস কাঞ্চন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৯:৪৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৬:২৫
নিরাপদ সড়কের দাবিতে আড়াই দশক ধরে আন্দোলন করা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক পরিবহন আইন-২০১৮ শিথিল হলে, তা জনকল্যাণে কাজে আসবে না। কারো চাপে আইন শিথিল না করে, বিধিমালা করে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই'র (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
মঙ্গলবার প্রেস ক্লাবে নিসচা'র সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। গত বছর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের মুখে সংসদে পাস হয় বহুল আলোচিত সড়ক পরিবহন আইন। এতে ট্রাফিক আইন ভঙ্গে সাজা জরিমানা বাড়ানো হয়েছে। বছর খানেক পাস হলেও, আইনটি এখনো কার্যকর হয়নি। পরিবহন মালিক শ্রমিকরা বলছেন, আইনটি অনেক কঠোর।
তাদের দাবিতে আইন করার ইঙ্গিত এসেছে সরকারের তরফ থেকে। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ খবর নাকচ করেছেন। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে একুশে পদক পাওয়া ইলিয়াস কাঞ্চন বলেছেন, কোনো গোষ্ঠীর স্বার্থে আইনে যেনো কাটাছেঁড়া না করা হয়। অনেক যুদ্ধ, অনেক ত্যাগ-তিতিক্ষার পর এই আইন হয়েছে। ২০১২ সালে আইনটি পাস করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে যখনই আইন করার উদ্যোগ নেওয়া হয়, তখনই একটি গোষ্ঠী জনগণকে জিম্মি করে বাধা দিচ্ছিল। গত বছর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বাধা দিতে পারেনি। এখন আবার সক্রিয় হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিসচা'র মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ প্রমুখ।
- বিষয় :
- চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন