অনলাইন থেকে ডা. তারেককে নিয়ে ভিডিও সরানোর নির্দেশ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২ | ১০:৫৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ | ১০:৫৯
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. তারেক রেজা আলীকে নিয়ে অনলাইন, টেলিভিশন ও বিভিন্ন মিডিয়ায় প্রচার করা মানহানিকর ভিডিও ও সংবাদ অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুমাইয়া আজিজ।
রিট আবেদনে বলা হয়, ডা. তারেক রেজা গত ৩৫ বছর ধরে চক্ষুবিশেষজ্ঞ হিসেবে সেবা দিয়ে আসছেন। কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তাকে নানাভাবে হয়রানি ও ব্ল্যাকমেইল করছে। যার মধ্যে কানাডা থেকে পরিচালিত নাগরিক টিভি নামে একটি আইপিটিভি ও এবিসি নিউজপোর্টাল নামে আরেকটি চ্যানেল মানহানিকর তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। গত ২৯ ডিসেম্বর বিষয়টির প্রতিকার চেয়ে বিটিআরসিকে নোটিশ দেওয়া হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ জন্য হাইকোর্টে রিটটি করা হয়।