দুই সপ্তাহ পেছাল বইমেলা

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২ | ০১:৩৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ | ০৭:৩৪
অমর একুশে গ্রন্থমেলা ২০২২ নির্ধারিত সময়ের পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
রোববার দুপুরে তিনি সমকালকে বলেন, করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তাই বইমেলা আপাতত স্থগিত থাকছে।
কবে থেকে বইমেলা শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, এখনও তা ঠিক করা হয়নি। সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।
বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, আমরা এখনও অফিসিয়াল চিঠি হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।