ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দুর্নীতির মামলা

স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের অভিযোগ গঠনের শুনানি পেছাল

স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের অভিযোগ গঠনের শুনানি পেছাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২ | ১১:০১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ | ১১:০১

দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গ্রহণের শুনানি পিছিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

রোববার এ মামলার শুনানি ছিল। আজাদসহ জামিনে থাকা পাঁচ আসামি আদালতে হাজিরা দেন। করোনার কারণে সাহেদকে আদালতে হাজির না করায় ঢাকা মহানগর সিনিয়র দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি পিছিয়ে দেন। একই সঙ্গে আজাদের স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

গত বছরের সেপ্টেম্বরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।



আরও পড়ুন

×