আন্দোলনকারীদের অর্থ দিয়ে জাফর ইকবাল বললেন, ‘আমাকেও অ্যারেস্ট করুক’

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে অধ্যাপক জাফর ইকবাল- সমকাল
শাবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২ | ২০:৪৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ | ০১:৫২
উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অর্থ সাহায্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
বুধবার ভোর ৪টার দিকে তিনি ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে আন্দোলনকারী সব শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। পরে তিনি আন্দোলনকারীদের অর্থ সাহায্য করেন।
এ সময় জাফর ইকবাল বলেন, 'আমি জেনেছি খাবার এবং চিকিৎসার জন্য ফান্ডে টাকা দেওয়ায় আমার সাবেক পাঁচ শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়েছে।'
এই ব্যাপারে তিনি বলেন, 'বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর একটা স্মারক গ্রন্থে আমার কাছে লেখা চেয়েছিল। সেই লেখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ১০ হাজার টাকা সম্মানি দেওয়া হয়েছে। আমি ওই সম্মানির টাকা নিয়ে এসেছি, শাবির এই আন্দোলনের ফান্ডে এই টাকাটা দিচ্ছি, তোমরা রাখো। তোমাদের অর্থ দিয়ে সাহায্য করার জন্য আমাকেও সিআইডি এরেস্ট করুক।'
এর আগে শিক্ষার্থীরা জানতে পারেন অধ্যাপক জাফর ইকবাল এবং অধ্যাপক ইয়াসমিন হক অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসবেন। এরপর থেকে শিক্ষার্থীর সংখ্যা ক্যাম্পাসে বাড়তে থাকে। ভোর ৪টার দিকে তিনি ক্যাম্পাসে আসেন। ক্যাম্পাসে এসেই প্রথমে অনশনরত শিক্ষার্থীদের কাছে যান এবং তাদের কথা শোনেন। শিক্ষার্থীরা তখন তাকে ঘিরে ধরে। এসময় পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে অধ্যপক জাফর ইকবাল বলেন, 'এরা সবাই আমার শিক্ষার্থী, শিক্ষার্থীদের মধ্যে আমার সিকিউরিটির দরকার নেই।'