সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সাড়াজাগানো সাফল্য

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫৯
এবার এইচএসসি পরীক্ষায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৬৮ জন অংশগ্রহণ করে ৯৬৬ জন উত্তীর্ণ হয়। সেখানে জিপিএ-৫ পেয়েছে ৭০৬ জন। পাসের হার ৯৯.৯৭%। করোনা অতিমারির মধ্যেও এই অভাবনীয় সাফল্যে উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের দারুণভাবে উচ্ছ্বসিত করেছে।
২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬১২জনে ৫৬৮ বিজ্ঞানে, ১৭৭জনে ৮২ ব্যবসায় শিক্ষায় এবং ১৭৯ জনে ৫৬ মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। কলেজ ক্যাম্পাস নাচে গানে রোববার দিনভর ছিল আনন্দমুখর।২০২০ সালেও এইচএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সাড়াজাগানো ফল অর্জন করে। শতভাগ পাসসহ ৬৫০জন এ প্লাস অর্জিত হয়েছিল।
এইচএসসির ফল প্রকাশোত্তর অভিভাবক ও উত্তীর্ণ শিক্ষার্থীসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, 'করোনার বাধার মধ্যেও শিক্ষকদের প্রাণপণ চেষ্টায় আজকের এই উজ্জ্বল অর্জন। করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও নিয়মিত অনলাইন ক্লাস, ও বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তারই ফলোশ্রুতিতে এইচএসসিতে আমাদের ঈর্ষণীয় সাফল্য।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় চমকপ্রদ ফল অর্জন করে সাফল্যের আনন্দে উচ্ছ্বসিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ক্যাম্পাস। কলেজের মোট ২৪৮৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪৬০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০১ জন এবং মানবিক বিভাগ থেকে ৩৪ জনসহ মোট ১৫৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
জিপিএ ৫ পেয়েছে মোট শিক্ষার্থীর ৬৪%, পাসের হার শতকরা ৯৯.৮৪%। প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ এই ফল এবং সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখায় উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্খীদের মাঝে বইছে আনন্দের বন্যা। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- এইচএসসি
- পরীক্ষার ফল
- জিপিএ-৫
- করোনা