ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

তামান্না নূরাকে ধন্যবাদ জানাবে সংসদীয় কমিটি

তামান্না নূরাকে ধন্যবাদ জানাবে সংসদীয় কমিটি

তামান্না আক্তার নূরা - ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ১১:১০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ১১:২২

প্রতিটি পাবলিক পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় শারীরিক প্রতিবন্ধী তামান্না আক্তার নূরাকে লিখিত ধন্যবাদ জানাবে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রাশেদ খান মেনন বলেন, তামান্না আক্তার নূরা শুধু এইচএসসি নয়, সাফল্য দেখিয়েছেন পাবলিক পরীক্ষা পিইসি, জেএসসি, এসএসসিতেও। তিনি সময়ের সঙ্গে যুদ্ধ করে প্রতিটি ক্ষেত্রে জয়ী হয়েছেন। প্রতিটি পাবলিক পরীক্ষায় তিনি জিপিএ ৫ পেয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাই সংসদীয় কমিটির পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হবে।

বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ সাগুফতা ইয়াসমিন এমিলি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, অ্যারোমা দত্ত এবং শবনম জাহান অংশ নেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খানও বৈঠকে উপস্থিত ছিলেন।

শিশু পরিবারে নিবাসীর সাত হাজার ৩৮৩ জন :বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, বর্তমানে দেশে মোট ৮৫টি সরকারি শিশু পরিবারে ১০ হাজার ৩০০টি আসনের বিপরীতে নিবাসীর সংখ্যা সাত হাজার ৩৮৩ জন। করোনাকালে অনেক শিশু চলে গেলে তারা ফেরত আসেনি এবং করোনার মধ্যে নতুনভাবে কেউ ভর্তি হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×