চূড়ান্ত তালিকা প্রকাশ করবে না সার্চ কমিটি

বৈঠক শেষে বক্তব্য রাখেন সার্চ কমিটির প্রধান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:২২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:২৮
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটি রোববার সন্ধ্যায় প্রস্তাবিত নাম থেকে ১২/১৩ জনের চূড়ান্ত তালিকা করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি কমিটির পরবর্তী বৈঠকে এই নাম থেকে ১০ জনের তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির প্রধান ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। তবে নামের তালিকা সার্চ কমিটি প্রকাশ করবে না বলে জানান তিনি।
রোববার সন্ধ্যা পৌনে ৭টায় সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। বৈঠকটি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
ওবায়দুল হাসান বলেন, আমরা ১০ জনের নাম আজ চূড়ান্ত করতে পারিনি। ১২/১৩ জনের নাম চূড়ান্ত হয়েছে। ২২ ফেব্রুয়ারি সপ্তম বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হবে। এরপর রাষ্ট্রপতির কাছে তালিকা পাঠিয়ে দেওয়া হবে।
তালিকা প্রকাশ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এটি রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেবেন। প্রয়োজন হলে তারা প্রকাশ করবে। আমরা তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাব।