ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাভারে স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীদের হাতে স্বামী খুন

সাভারে স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীদের হাতে স্বামী খুন

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ০০:১২

নারায়ণগঞ্জের ফতুল্লা ও গাজীপুরের কাপাসিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। অন্যদিকে সাভারে স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীদের হাতে স্বামী খুন হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরের বিস্তারিত-

গত ১০ বছর আগে নিজের চেয়ে ২০ বছরের বড় মমতাজ বেগমের সঙ্গে প্রেমে জড়িয়ে তাকে বিয়ে করেন আতাউর রহমান। কিন্তু এ প্রেমের শেষ হলো হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। নারায়ণগঞ্জের ফতুল্লায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, গতকাল সোমবার ভোর রাতে মমতাজকে (৬০) মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যার পর আতাউর (৪০) পালিয়ে যাওয়ার সময় অন্য ভাড়াটেরা টের পেয়ে '৯৯৯' নম্বরে ফোন করেন। পুলিশ এসে মমতাজের লাশ উদ্ধার এবং আতাউরকে গ্রেপ্তার করে। আতাউর রংপুরের শেখপাড়া গ্রামের সাধু মিয়ার ছেলে। নিহত মমতাজ ফতুল্লার শাসনগাঁও এলাকার বশির উদ্দিনের মেয়ে।

মমতাজের চাচাতো ভাই আল মামুন বলেন, তাকে বাড়ি লিখে দিতে মমতাজকে প্রায়ই চাপ দিতেন আতাউর। সোমবার ভোর রাতে ঝগড়া করে মমতাজকে মারধর করে হত্যা করেন আতাউর।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, হত্যার অভিযোগে আতাউরকে গ্রেপ্তার করা হয়েছে। মমতাজের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, গাজীপুরের কাপাসিয়ার মধ্যপাড়া গ্রামে সুমাইয়া নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী জসিমউদ্দিন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে স্ত্রীর লাশ খাটের নিচে লুকিয়ে রাখার দু'দিনের মাথায় পরিবারের লোকজনের সহায়তায় তা উদ্ধার করে পুলিশ। জসিম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছোট ছেলে। এ বিষয়ে সুমাইয়ার মা ফাতেমা বেগম কাপাসিয়া থানায় হত্যা মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার হায়াতখাঁর চালা গ্রামের জজ মিয়ার মেয়ে সুমাইয়ার (১৯) সঙ্গে প্রায় এক বছর আগে জসিমের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মাঝে কলহ লেগেই থাকত। এতে সুমাইয়া প্রায়ই বাবার বাড়ি চলে যেতেন।

জসিমের বড় ভাইয়ের স্ত্রী সোনিয়া জানান, গত শনিবার সকালে সুমাইয়ার মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলার সূত্র ধরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে সুমাইয়া মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে বলে বাড়ির আশপাশের লোকজনের কাছে প্রচার করে জসিম স্ত্রীকে খুঁজতে থাকেন। পরে বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা জসিমকে রোববার রাতে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি শিকার করেন। এ সময় তারা জসিমের ঘরের খাটের নিচে লাশ দেখতে পেয়ে তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ জসিমকে গ্রেপ্তার ও সুমাইয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, জিজ্ঞাসাবাদে জসিম জানান ঝগড়ার একপর্যায়ে তিনি স্ত্রীর গলা টিপে ধরলে কিছু বুঝে উঠার আগেই সুমাইয়ার মৃত্যু হয়। জসিমকে সোমবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সাভারে স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে স্বামী। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে আটক করলেও পলাতক রয়েছে তিন সন্ত্রাসী। হত্যাকাণ্ডটি ঘটে উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায়। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। তিনি গান্ধারিয়া এলাকার আবুল কাসেম ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে আনোয়ার (৩০) ও তার স্ত্রী তারা বানুর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার জেরে স্ত্রী স্বামীকে হত্যার জন্য বাড়ির পাশের তিন সন্ত্রাসী আকাশ, সাব্বির ও হৃদয়কে ভাড়া করেন। পরে ওই তিন সন্ত্রাসী আনোয়ারকে তার বাড়িতে গিয়ে স্ত্রীর সামনেই পিটিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা আনোয়ারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। সাভার মডেল থানা পুলিশ তারা বানুকে আটক করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তিন সন্ত্রাসী।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্ত্রীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে অংশে নেওয়া অন্য তিনজনকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত আনোয়ারের বোন সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন।

আরও পড়ুন

×