ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

লালমোহনে এক দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

লালমোহনে এক দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ২১:৫৬

ভোলার লালমোহন উপজেলায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৃথক পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

এদিন বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালি এলাকায় পুকুরের পানিতে ডুবে মারা যায় মো. বেল্লাল নামের আড়াই বছরের এক শিশু। সে ওই এলাকার মো. ছিদ্দিকের ছেলে। বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্নী এলাকায় পানিতে ডুবে মারা যায় মো. লিটন নামের ৪ বছর বয়সী আরেক শিশু। সে ওই এলাকার আবু মৃধার ছেলে। 

এর আগে সকালের দিকে একই ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের দালাল বাড়িতে মো. সাইমুন নামে দুই বছর বয়সী আরও এক শিশু ডোবার পানিতে ডুবে মারা যায়। সে ওই বাড়ির মো. আব্বাসের ছেলে।

জানা গেছে, এসব শিশুরা খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুর ও ডোবায় পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে গিয়ে শিশুদের পানিতে ভাসতে দেখেন। এরপর তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক এসব শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তবে এসব শিশুদের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন

×