ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

স্বরূপকাঠীতে বাড়িতে হামলা চালিয়ে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, মামলা দায়ের

স্বরূপকাঠীতে বাড়িতে হামলা চালিয়ে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, মামলা দায়ের

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ২২:৫৫ | আপডেট: ১৯ জুন ২০২৫ | ১৬:৪৮

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বসতবাড়িতে হামলা চালিয়ে কানিজ ফাতেমা নামে এক গৃহবধূর শ্লীলতাহানি এবং তার সন্তানদের পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার নেছারাবাদ থানায় ভুক্তভোগী কানিজ ফাতেমা বাদী হয়ে ১২ জনের নামে একটি মামলা করেছেন। মামলায় আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, ‘১১ জুন রাত সাড়ে ৮টার দিকে নেছারাবাদ উপজেলার ওয়ারেখা ইউনিয়নের পাটকেল বাড়ি গ্রামের আদম আলী সিকদারের বাড়িতে একই গ্রামের সেকেন্দার মৃধার ছেলে রাজিব মৃধা (৩২), ব্যাসকাঠী গ্রামের তোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (৩২) ও সাকিল হাওলাদারের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক হামলা করে। এ সময় বাদী কানিজ ফাতেমা ঘর থেকে বের হলে আসামি রাজিব মৃধা ও রাজু হাওলাদার তাকে টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করে। তাকে রক্ষা করতে ছেলে তাছিন খান (১৪), আবদুল্লাহ আল সম্রাট (২৪) ও হাবিবুর রহমান স্মরণ (২৬) এগিয়ে এলে তাদের পিটিয়ে জখম করা হয়। পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।’ 

অভিযোগে আরও বলা হয়, এই ঘটনার আগেও শত্রুতার জের ধরে কানিজ ফাতেমা, তাছিন খান ও আবদুল্লাহ আল সম্রাটকে উপজেলার রাজবাড়ি বাজারে গালিগালাজ ও মারধর করেন রাজু হাওলাদার।

এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, ঘটনার বিষয়ে বুধবার থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

আরও পড়ুন

×