আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি

ছবি: সংগৃহীত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০৩:৪৭
পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিএনপিপন্থি দুই পক্ষ আইনজীবীর মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে দুই আইনজীবীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে একটি মামলার জামিন শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট হাসিবুর রহমান, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম দিপু, কলাপাড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার।
হাতাহাতির ঘটনায় আদালতপাড়া উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিএনপিপন্থি সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে ঘটনায় বিকেলে জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল-নোমানকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁকে সাত দিনের মধ্যে জেলা আইনজীবীর সমিতির কাছে কারণ দর্শাতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আনুমানিক ১২টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কলাপাড়ার একটি জিআর মামলার জামিন শুনানি শুরু হয়। এ শুনানিকে কেন্দ্র করে আদালতে বিএনপিপন্থি দুই পক্ষ আইনজীবীর মধ্যে প্রথমে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়।
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পিপি জেলা বিএনপির অন্যতম মুখপাত্র অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, ‘ঘটনাটি দুঃজনক। আমরা আইনজীবী, আমরা কারও না কারও পক্ষে দাঁড়াব। এটাই আমাদের পেশা। সেখানে একজন আরেকজনকে মারধর করব, আদালতের পরিবেশ নষ্ট করব– এটা কাম্য নয়।’
- বিষয় :
- পটুয়াখালী