ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বেদে সম্প্রদায় বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২

বেদে সম্প্রদায় বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২

ট্রাকটি উল্টে ডোবায় পড়ে যায়। ছবি: সমকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ২২:২৮

বরিশালের উজিরপুর উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় বেঁদে সম্প্রদায়ের লোকদের বহনকারী একটি ট্রাক উল্টে ডোবায় পড়ে গেছে। এতে ২ জন নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ২ জন হলেন- মুন্সিগঞ্জ জেলার তুফানী বেগম (২৮) ও শরিয়তপুর জেলার রাজিয়া বেগম (৩০)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বেদে সম্প্রদায়ের লোকজন নিয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায় যাওয়ার পথে তাদের বহনকারী একটি ট্রাক আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উল্টে যায়। ট্রাকটি বেপরোয়া গতিতে মোড়াকাঠি এলাকা অতিক্রম করছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে চাপ দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে মহাসড়কের পাশের পুকুরে একটি ডোবায় পড়ে যায়। এতে বেদে সম্প্রদায়ের ২৩ জন লোক আহত হয়। 

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও গৌরনদী হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা স্থানীয় লোজজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×