বাড়তি শুল্ক-কর পুনর্বিবেচনা করা প্রয়ােজন

মীর নাসির হােসেন সাবেক সভাপতি এফবিসিসিআই
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ০০:২৪ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ০৯:৪২
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, ব্যবসায়ীদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বেশ কিছু বাড়তি শুল্ক-কর পুনর্বিবেচনা করতে হবে। গতকাল সোমবার বাজেট প্রস্তাবের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমকালকে তিনি এ কথা বলেন।
মীর নাসির হোসেন বলেন, সুতা এবং ম্যানমেড ফাইবারের ওপর কর বাড়ানো হয়েছে। তা ছাড়া টেক্সটাইল খাতে করপোরেট কর ১৫ শতাংশ ছিল। সেটি উঠিয়ে দিয়ে নতুন বাজেটে ২২ শতাংশ করা হয়েছে। এসব পুনর্বিবেচনা করতে হবে। কারণ আমাদের শিল্প দাঁড়িয়ে আছে পোশাক ও বস্ত্র শিল্পের ওপর। এ ছাড়াও অনেক ক্ষেত্রে করছাড় সুবিধা প্রত্যাহারের পাশাপাশি কর বাড়ানো হয়েছে। বর্তমানে আমরা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এখান থেকে উত্তরণে শুল্ক-কর কিছু কিছু ক্ষেত্রে সরকারকে পুনর্বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, এত দিন এলএনজি আমদানি পর্যায়ে ও বিতরণ উভয় ক্ষেত্রে ভ্যাট ছিল। বাজেটে আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ভ্যাট কমানোর ফলে দাম কমিয়ে সমন্বয় করা হলে ভালো। কিন্তু এটা যদি ভর্তুকি কমানোর জন্য এ সুবিধা দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীদের কোনো উপকারে আসবে না।
- বিষয় :
- বাজেট
- শুল্ক-কর
- বাজেট ২০২৫-২৬