ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বাজেট অনুমোদন হবে ২২ জুন

বাজেট অনুমোদন হবে ২২ জুন

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ০১:১৪

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আগামী ১৯ জুন পর্যন্ত মতামত দেওয়া যাবে। আগামী ২২ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন হবে। 

গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ইতোমধ্যে প্রস্তাবিত বাজেটের ওপর মতামত দেওয়া শুরু  হয়েছে। ঈদের পর ১৯ জুন পর্যন্ত বাজেটের ওপর মতামত দেওয়ার সুযোগ থাকবে। এর পর ২২ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হবে।

গত ২ জুন আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। 

এবার জাতীয় সংসদে আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ না থাকায় প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের কাছ থেকে মতামত নিচ্ছে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে। চূড়ান্ত বাজেট উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।

প্রস্তাবিত বাজেটে দরিদ্র মানুষের জন্য সুখবর আছে কিনা– জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সুখবর আছে। বাজেটের কোথায় কোথায় পরিবর্তন হয়েছে, তা দেখুন।’ এ বাজেট সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরাবে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা।

টানা ১০ দিনের ঈদের ছুটিতে অর্থনীতিতে প্রভাব পড়বে কিনা– জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, স্থবির হওয়ার সুযোগ নেই। ব্যবসায়ীরা তাদের মতো ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে, কোন দিন কোন স্থানে ব্যাংক খোলা থাকবে। বিশ্বের অন্যান্য দেশে আরও বেশি ছুটি থাকে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বড়দিনে ২০ থেকে ২৫ দিন ছুটি থাকে। নেপালে দুর্গাপূজার সময় ছুটি থাকে ৩০ দিন।

আরও পড়ুন

×