ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পড়ার বিষয়

আকাশ ছুঁতে চাইলে

আকাশ ছুঁতে চাইলে

জাবেদ ইকবাল

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ | ০৫:১৯

যারা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন, পাখির মতো আকাশে উড়ে বেড়াতে চান, সারাবিশ্বকে খুব কাছে থেকে দেখতে চান, তাদের জন্য কেবিন ক্রুর চাকরি যেন একটা সোনার হরিণ।  কেবিন ক্রুর পেশার লাইফ স্টাইল এবং রোমাঞ্চকর অনুভূতি তা খুব সহজেই তরুণদের আকর্ষণ করে। লাইফ স্টাইল এবং রোমাঞ্চকর অনুভূতির জন্য এই পেশা সহজেই তরুণদের আকৃষ্ঠ করে। এ ছাড়া রয়েছে আকর্ষণীয় বেতন ও রোজগারের সুযোগ। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স, ব্রিটিশ ও সিঙ্গাপুরসহ অন্যান্য এয়ার লাইন্সে কেবিন ক্রুদের দিয়ে থাকেন আরও আকর্ষণীয় বেতন। তা ছাড়া এ পেশায় আছে অ্যাডভেঞ্চার, গ্ল্যামার ও উচ্চ আয়ের ব্যবস্থা। তাই দিন দিন ক্যারিয়ার হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে এ কেবিন ক্রু পেশা। কেবিন ক্রু হওয়ার জন্য নিজেকে তৈরি করতে হয় প্রতিনিয়ত। যেমন– উপস্থিত বুদ্ধি, ধৈর্য ও সহনশীলতা এবং যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, বিরক্তির মুহূর্তেও নিজেকে স্বাভাবিক রাখার ক্ষমতা আপনাকে তৈরি করবে একজন সফল কেবিন ক্রু হিসেবে। সারাবিশ্বের প্রত্যেকটি এয়ারলাইন্সে কেবিন ক্রু বা এয়ার হোস্টেজ হওয়ার সুযোগ থাকছে। কেবিন ক্রু হতে অধিক সুন্দর বা সুন্দরী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পাইলটের যে কোনো মেসেজ যাত্রীদের কাছে ঠিকমতো পৌঁছে দেওয়া ও ক্রুদের কাজ। কেবিন ক্রুদের মূল কাজ হচ্ছে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ সেবা দেওয়া। বিমানে ওঠার পর নির্দিষ্ট সিটে বসা, লাগেজ ঠিক জায়গায় রাখা এমন অনেক কাজ গুছিয়ে করা। এ ছাড়া পরিচ্ছন্নতা, সি পকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, খাবার-দাবার, জরুরি ইকুইপমেন্ট, ফার্স্টএইড বক্স প্রভৃতি ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হয়। তাই কেবিন ক্রু হতে প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণের। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স ম্যানেজমেন্টে কোর্সটি করানো হয়। এসএসসি/সমমান অথবা ‘ও’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ এই কোর্সে ভর্তি হয়ে নিজেকে করে তুলতে পারেন যোগ্য কেবিন ক্রু। এই কোর্সে স্ক্যানিং,  বোডিং পাস, অ্যানাউন্সমেন্ট, হসপিটালিটি, টেক অফ, ল্যাডিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ ইন্সট্রাক্টর দ্বারা শেখানো হয়। প্রতিষ্ঠানটিতে রয়েছে সিনিয়র শিক্ষক এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম ও স্বয়ংসম্পূর্ণ ল্যাবের সুবিধা। 
যোগাযোগ : বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩, উত্তরা। 
মুঠোফোন : ০১৭৪৯৩০৬০৯০।  
www.uca.edu.bd

আরও পড়ুন

×