ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৩টি সফট স্কিল এগিয়ে রাখবে আপনাকে

৩টি সফট স্কিল এগিয়ে  রাখবে আপনাকে

প্রতীকী ছবি

 নাদিয়া ইমরোজ

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ০০:১১

সমস্যা সমাধানের দক্ষতা 
কর্মস্থলে নিয়মিত বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা নিজ দক্ষতায় সমাধান করতে হবে। সমস্যা সমাধানের দক্ষতা আপনাকে ক্যারিয়ার এ অনেক দূর এগিয়ে রাখবে। প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বা বস কেউই সমস্যার কথা শুনতে পছন্দ করে না, সমাধানের কথাটি আগ্রহ সহকারে শুনবে। সমস্যা সমাধানের দক্ষতা কোনো পাঠ্য বই প্রশিক্ষণ নিয়ে অর্জন করা যায় না। এজন্য দরকার উপস্থিত বুদ্ধি ও সৃজনশীল চিন্তার অনুশীলন।
যোগাযোগ দক্ষতা
চাকরির ক্ষেত্রে যোগাযোগের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ এবং এর পরিসরও বিশাল। আপনি গ্রাহক ও সহকর্মীদের সঙ্গে কীভাবে কথা বলেন, ই-মেইল লেখেন কীভাবে– সবকিছুই এর অন্তর্ভুক্ত। এখন যেহেতু বেশির ভাগ যোগাযোগ ই-মেইল, চ্যাট, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হয়, তাই যোগাযোগ দক্ষতা এখন আরও বেশি গুরুত্বপূর্ণ। 
যদি মনে করেন এখানে আপনার ঘাটতি আছে, তাহলে কোনো প্রশিক্ষণ নিতে পারেন। যারা মানুষের সঙ্গে মেশেন না, সাধারণত তাদের যোগাযোগ করার ক্ষেত্রে আত্মবিশ্বাস কম থাকে। তাই আপনার উচিত, কথা বলার সময় আত্মবিশ্বাসী হওয়া। আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললে মানুষ শুনতে আগ্রহী হয় এবং কথা বিশ্বাস করে। 
উন্নতি করার মানসিকতা
ক্যারিয়ারের দীর্ঘ স্থায়িত্ব নিশ্চিত করার জন্য আপনাকে ক্রমাগত উন্নতি করতে হবে। আপনি যে খাতে কাজ করছেন কিংবা পুরো চাকরির বাজারের পরিবর্তনগুলোকে আত্মস্থ করতে হবে। দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য তাই উন্নতির মানসিকতা অপরিহার্য। 
উন্নতির মানসিকতাসম্পন্ন পেশাদাররা নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে উৎসাহী থাকেন এবং ক্রমাগতভাবে নতুন নতুন দক্ষতা অর্জন করেন। 
[সূত্র : অনলাইন]

আরও পড়ুন

×