বর্ণিল রঙে চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগ

.
ছাবিহা জামান
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪ | ০০:০৬
ব্যস্ত নগরীর যান্ত্রিকতার কোলাহলমুখর পরিবেশের মাঝে চট্টগ্রাম কলেজের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোরম ও মনোমুগ্ধকর। আকাশের বিশালতায় সবুজের অনুপম ছোঁয়ায় চট্টগ্রাম কলেজের সৌন্দর্য অনবদ্য। জ্ঞানে, মননে, ঐতিহ্যে, সাহিত্য-সংস্কৃতি, শিল্পতে চট্টগ্রাম কলেজ অনন্য। চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বাংলাদেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় কলেজ চট্টগ্রাম কলেজ। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত ঢাকা কলেজের পর ১৮৬৯ সালে চট্টগ্রাম কলেজের যাত্রা শুরু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তরুণদের বিজয়ের পর দেশ নতুনভাবে পুনর্গঠিত হচ্ছে। আন্দোলনের দুর্বিষহ সময় গুলোকে স্মৃতির পাতায় ধারণ করে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। কাওয়ালি সন্ধ্যা, কবিতা পাঠ, মঞ্চ নাটক আরও কত সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম কলেজের দেয়ালেও রংতুলির ছোঁয়া পায়। প্যারেডের দেয়াল থেকে শুরু করে প্রতিটি বিভাগ নতুন আঙ্গিকে সেজেছে। সেক্ষেত্রে শিল্পমনা বাংলা বিভাগের তো আলাদা চিত্র। বাংলা বিভাগ তার স্বকীয় সত্তা নিয়ে চলে। গাছ লাগানো দিয়ে কাজ শুরু করা হয়েছে। শিক্ষার্থীদের সুন্দর অংশগ্রহণে টব সংগ্রহ, মাটি সংগ্রহ, গাছ সংগ্রহ করা তারপর টবগুলোকে বিভিন্ন রং দিয়ে সাজানো। পরিকল্পনা অনুসারে দ্বিতীয় কাজ হলো গ্রাফিতি করা। বিভাগজুড়ে আলপনার ছোঁয়া, দেয়ালে সাহিত্যের প্রচ্ছদ ও বাঙালির ঐতিহ্যকে দেয়ালে ফুটিয়ে তোলা। সাহিত্যের প্রচ্ছদগুলো ছিল রবীন্দ্রনাথের চণ্ডালিকা, নষ্টনীড়, কাবুলিওয়ালা, চোখের বালি। শরৎচন্দ্রের পরিণীতা ও বিভূতিভূষণের পথের পাঁচালী।
তাছাড়া কিছু হাস্যরসাত্মক বিষয়, কবি-সাহিত্যিকদের ছবি ও তথ্য, ক্যালিগ্রাফি, বিশিষ্ট ব্যক্তিদের উক্তি ইত্যাদি দেয়ালজুড়ে আকাঁ হয়েছে। বাংলা বিভাগে দুটি গ্যালারি রবীন্দ্র ও নজরুল গ্যালারিকে দেয়ালে আল্পনার মাধ্যমে সাজানো হয়েছে। তৃতীয় কাজ হচ্ছে দেয়ালিকা। কলেজে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের ওপর দেয়ালিকা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শিক্ষার্থীদের লিখনীর মাধ্যমে দেয়ালিকার সৌন্দর্য ফুটে ওঠে। চতুর্থ কাজ হচ্ছে সাংস্কৃতিক উৎসব। মঞ্চনাটক, গান, কবিতা আবৃত্তি ইত্যাদির মাধ্যমে বাংলা বিভাগ কলেজ অডিটোরিয়াম মুখরিত হয়েছে। আগে থেকেই বাংলা বিভাগের ইতিহাস নিজস্ব গৌরবে দীপ্তিমান। আরও একটি বিষয় হচ্ছে নতুনের এই ধারাবাহিকতাগুলো বিভাগের সঙ্গে শিক্ষার্থীদের বন্ধন তৈরিতে অনেক ভূমিকা রেখেছে। এসব নানা সৃজনশীল কাজ করতে গিয়ে চায়ের কাপে আড্ডা, গানের আসর জমেছিল যার মাধ্যমে বন্ধন সুদৃঢ় হয়েছে।
- বিষয় :
- কলেজছাত্রী