সৃষ্টি, সম্ভাবনা ও ভবিষ্যৎ– এই তিন মেলবন্ধনে পাঠশালা

ফাইল ছবি
খ ম হারূন অধ্যক্ষ, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২২:৪৭
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ড. শহিদুল আলম। গত দুই দশকের পথচলায় প্রতিষ্ঠানটি নানাভাবে আমাদের দেশের মিডিয়া জগতে অবদান রেখে চলেছে। আমাদের এখানকার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মিডিয়াতে কাজ করছে। এ ছাড়া বিদেশের নামি-দামি প্রতিষ্ঠানেও তাদের কাজের চাহিদা রয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা মানের দিক দিয়ে কখনও আপস করবে না। সৃষ্টি, সম্ভাবনা আর ভবিষ্যৎ– এই তিনের মেলবন্ধনে পাঠশালা মিডিয়া ইনস্টিটিউট গড়ে তুলতে চায় আগামীর তরুণদের। আমাদের স্বল্পমেয়াদি প্রফেশনাল কোর্সগুলোতে বছরের যে কোনো সময় ভর্তি হওয়া যায়। এই কোর্সগুলো সম্পন্ন করে যে কেউ মিডিয়াতে তাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অধিভুক্ত ইনস্টিটিউট হিসেবে পাঠশালা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ প্রোগ্রাম পরিচালনা করছে। এই প্রতিষ্ঠান থেকে পেশাগত শিক্ষা সম্পন্ন করে এখানকার ছাত্রছাত্রীরা দেশে-বিদেশে নানা কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। চলচ্চিত্র ও নিউ মিডিয়ায় সারাবিশ্বে তারা প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের।
- বিষয় :
- পাঠাগার