ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বুটেক্স

পথ দেখাবে ক্যারিয়ার ক্লাব

পথ দেখাবে ক্যারিয়ার ক্লাব

অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন ক্যারিয়ার ক্লাবের সদস্যরা

রাতুল সাহা

প্রকাশ: ২৫ মে ২০২৫ | ২৩:৪১

প্রতিযোগিতামূলক পেশাজীবনে টিকে থাকতে হলে শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে হয় না, পাশাপাশি প্রয়োজন যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, দল ব্যবস্থাপনার সক্ষমতা ও নেতৃত্বের গুণ। এই সব চাহিদা পূরণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে কর্মক্ষেত্রে গিয়ে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকে শিক্ষার্থীর।  শুরুর দিকে অধিকাংশ গ্র্যাজুয়েট সরাসরি ফ্যাক্টরি লেভেলে চাকরিতে প্রবেশ করলেও সময়ের সঙ্গে পরিবর্তন হতে থাকে শিক্ষার্থীদের চাকরি বাছাইয়ের দৃষ্টিভঙ্গি। ২০১৫ সালের দিকে বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে মার্চেন্ডাইজিং, ব্র্যান্ড, বায়িং হাউসসহ বৈচিত্র্যময় করপোরেট ভূমিকার প্রতি আগ্রহ বাড়তে থাকে। তবে সে সময় পেশাদার দক্ষতা প্রশিক্ষণের অভাব, বহুজাতিক কোম্পানির সঙ্গে সংযোগ না থাকা, পেশাদার আচরণের দুর্বলতাসহ নানা সমস্যা অনেককেই পিছিয়ে রাখছিল অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায়। এরই পরিপ্রেক্ষিতে পড়ালেখার 
পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন এবং পেশাদার দক্ষতা বৃদ্ধির প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন উদ্যমী শিক্ষার্থীর প্রচেষ্টার মাধ্যমে ২০১৬ সালের দিকে বুটেক্স ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের ক্যারিয়ারমুখী হিসেবে গড়ে তোলার জন্য ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট সেশন, সফট স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, জব ফেয়ার, সিভি সংগ্রহ, সার্কুলার চাকরিপ্রত্যাশীদের কাছে পৌঁছে দেওয়া, স্কলারশিপে বিদেশে পড়াশোনা করতে সহায়ক ভূমিকা রাখাসহ বিভিন্ন কাজ করছে বুটেক্স ক্যারিয়ার ক্লাব। ক্লাবটির মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করার কৌশল শিখে এবং পেশাদার নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়। ক্লাবটিতে আছে সাতটি বিভাগ। বিভাগগুলো হলো আইটি, ফিন্যান্স, ক্রিয়েটিভ অ্যাফেয়ার্স, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড প্রমোশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, লজিস্টিকস ও ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট। প্রতিটি বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে আয়োজন করা হয় নানা সেশন, ওয়ার্কশপ ও ইভেন্ট যা সদস্যদের মাঝে পেশাদারিত্ব, নেতৃত্ব ও দলগত কাজের অভিজ্ঞতা তৈরি করে। বর্তমানে ক্লাবটির নবম কার্যনির্বাহী পরিষদের মোট সদস্য সংখ্যা ৮০ জন। ক্লাবটির সভাপতি মো. নাজমুস সাকিব বলেন, বুটেক্স ক্যারিয়ার ক্লাব হলো সেই সৃজনশীল মঞ্চ যেখানে স্বপ্নের আঁচড় আর পরিকল্পনার রং মিশে তৈরি হয় ভবিষ্যতের চিত্র। আমাদের আয়োজিত প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, কর্মশালায় শিক্ষার্থীরা নতুন দক্ষতা অর্জন করে। ক্লাবের উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে ক্লাবটির সাধারণ সম্পাদক এফ এম সাজ্জাদ বলেন, বুটেক্স ক্যারিয়ার ক্লাব সবসময়ই কাজ করে যাচ্ছে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ারের প্রতিটি ক্ষেত্রে তাদের আরও আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলা এবং পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত করা। v

আরও পড়ুন

×