ঢাবির শহীদুল্লাহ্ হল প্রভোস্ট অ্যাওয়ার্ড পেলেন ৯ শিক্ষার্থী

.
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫ | ০০:৪০
স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের ৮ জন মেধাবী শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ছয়জন এবং স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী দুইজন মেধাবী শিক্ষার্থী প্রভোস্ট অ্যাওয়ার্ড লাভ করেন। এ ছাড়া খেলাধুলায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় একজন শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সম্প্রতি হল মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক
ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।v
- বিষয় :
- অ্যাওয়ার্ড