ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বিসিওয়াইএসএ ইয়ুথ ডায়ালগ বেইজিং চ্যাপ্টার অনুষ্ঠিত

বিসিওয়াইএসএ ইয়ুথ ডায়ালগ বেইজিং চ্যাপ্টার অনুষ্ঠিত

বেইজিংয়ে বাংলাদেশি ইয়ুথ লিডারদের সঙ্গে অবস্থানরত শিক্ষার্থী ও পেশাজীবীরা

 ক্যাম্পাস ডেস্ক 

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ০১:০৮

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) আয়োজনে ‘বিসিওয়াইএসএ ইয়ুথ ডায়লগ– বেইজিং চ্যাপ্টার’। অনুষ্ঠানে চীন সরকারের আমন্ত্রিত বাংলাদেশি ইয়ুথ লিডারদের সঙ্গে বেইজিংয়ে অবস্থানরত শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে চীনের অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। আলোচনা সভায় উপস্থাপনা করেন বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জান্নাতুল আরিফ। বাংলাদেশ থেকে চীন সরকারের আমন্ত্রণে আগত প্রায় ২৪ জন অতিথি এতে অংশগ্রহণ করেন। সিওয়াইএসএর সাধারণ সম্পাদক চীনে বিসিওয়াইএসএর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সবার সামনে তুলে ধরেন। এরপর ইয়ুথ লিডাররা বক্তব্য দেন। v

আরও পড়ুন

×