ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন শিল্প
ঢাকায় তিন দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে বুধবার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ০৯:৫৭ | আপডেট: ২৮ মার্চ ২০২২ | ১০:১২
কোভিডের ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পর্যটন খাত। করোনার তিন ঢেউয়ে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া এ শিল্পের মাথা তুলে দাঁড়ানোটাই এখন বড় চ্যালেঞ্জ। ফলে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে ঘিরে পর্যটনে জোয়ার টানতে উদ্যোগী ব্যবসায়ীরা। সেই লক্ষ্যে ঢাকায় তিন দিনের পর্যটন মেলা করতে যাচ্ছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েন অব বাংলাদেশ (টোয়াব)।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল বুধবার 'দশম মাস্টারকার্ড বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ২০২২' শীর্ষক এই মেলা শুরু হবে। এতে আটটি প্যাভিয়নসহ ১০০টির মতো স্টল থাকবে।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টোয়াব নেতারা। টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, আমাদের লক্ষ্য অভ্যন্তরীণ পর্যটনকে সচল রাখা। দেশের ১ হাজার ১৯২টি ভ্রমণ গন্তব্যে সবার জন্য যাতায়াতের ব্যবস্থা করা।
অনুষ্ঠানে জানানো হয়, মেলার সমাপনী দিনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তত্ত্ববাবধানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে 'মুজিবস বাংলাদেশ নাইট'। এতে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ টূ্যরিজম বোর্ড ও টোয়াবের কার্যক্রম তুলে ধরা হবে। এর আগে থাকবে বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন ও নতুন উদ্যোক্তা সম্মেলন। মেলা উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।
ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ কর্মকর্তা) কামরুল ইসলাম বলেন, মেলা উপলক্ষে আন্তর্জাতিক জনপ্রিয় গন্তব্য ও দেশের দর্শনীয় স্থান ভ্রমণে ইউএস বাংলার আকর্ষণীয় প্যাকেজ থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি খবির উদ্দিন আহমেদ, ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, টোয়াবের সহসভাপতি শিবলুল আজম কোরেশি, পরিচালক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
- বিষয় :
- টোয়াব
- বিসিআইসি
- পর্যটন মেলা