শাহজালালে ‘যাত্রীর পেটে’ বহন করা ৩ কেজি ৬০০ গ্রাম স্বর্ণ উদ্ধার

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২ | ১২:৩১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ | ১২:৩১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার রাত ১০টার দিকে বিমানবন্দরে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে-৫৮৪-তে আসেন এই তিনজন যাত্রী।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক আহমেদুর রেজা চৌধুরী সমকালকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘যাত্রীদের পেটের ভেতরে এসব স্বর্ণ ছিল। বিশেষ পদ্ধতিতে উদ্ধার করা হয়েছে। এখনও তল্লাশি চলছে।’