পুলিশের সব স্থাপনায় সীমিত বিদ্যুৎ ব্যবহারের নির্দেশ আইজিপির

ড. বেনজীর আহমেদ।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২২ | ০৯:৩৪ | আপডেট: ২০ জুলাই ২০২২ | ০৯:৩৪
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিবিধান যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।
এ সময় তিনি পুলিশের সব ইউনিটকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে বলেছেন।
সভায় আইজিপি বলেন, আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি— প্রধানমন্ত্রীর এ আহ্বান মেনে চলার জন্য সব পুলিশ সদস্যের প্রতি অনুরোধ রইল। জাতীয় স্বার্থে দেশের কল্যাণে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
তিনি পুলিশ সদরসহ বাংলাদেশ পুলিশের সব স্থাপনায় বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন। দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শও দেন পুলিশ প্রধান।
সভায় পুলিশ সদরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।