ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর মেয়রপন্থীদের হামলার অভিযোগ

চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর মেয়রপন্থীদের হামলার অভিযোগ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ০৭:০১ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ০৭:০২

ছয় দফা দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধনে মেয়রপন্থীদের হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন'-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধন চলাকালে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, মেয়র তাপসপন্থী লোকজন এই হামলা করেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত পুলিশ সদস্যরা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়।

পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন মেয়র তাপস। আমরা চাকরি ফিরে পাওয়া এবং দাবি আদায়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে আসি। কিন্তু অতর্কিতভাবে মেয়র তাপস সমর্থিত কিছু কর্মী আমাদের ওপর হামলা করে।

হামলার বিষয়ে সেখানে উপস্থিত দায়িত্বরত পুলিশ পরিদর্শক আবুল বাশার বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কিছু চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মী তাদের দাবি নিয়ে অবস্থান করছিলেন। এমন সময় হঠাৎ করে একটি গ্রুপ এসে তাদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। আমরা তৎক্ষণাৎ দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো- ১৯৯২ সালের ১০ জুলাই জারিকৃত ৯৭৯ আদেশ পুনর্বহাল করা, পরিচ্ছন্নতা কর্মীদের অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোষ্য কোটায় চাকরি ও অবসরে যাওয়া কর্মীকে এককালীন ১০ লাখ টাকা দেওয়া, কর্মরত অবস্থায় কোনো কর্মী মৃত্যুবরণ করলে সরকারি বিধি অনুযায়ী আট লাখ টাকা দেওয়া, ঠিকাভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থান নিশ্চিত করা, স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়াকার্স ইউনিয়নের নেতৃবৃন্দদের ও অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীদের কর্মচ্যুত আদেশ বাতিল করে পুনর্বহাল করা, কয়েকশ বছর ধরে বসবাসকারী কোনো পরিবারকে বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত না এবং পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্ণ বাস্তবায়ন করা।

আরও পড়ুন

×