প্রশ্ন ফাঁসের তথ্যে বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২ | ০৯:৫১ | আপডেট: ২১ অক্টোবর ২০২২ | ০৯:৫১
প্রশ্ন ফাঁসের গোয়েন্দা তথ্যে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে স্থগিত করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে রাজধানী উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
বিমান কর্মকর্তারা জানান, জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদে নিয়োগের জন্য শুক্রবার পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়। তবে পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁসের গোয়েন্দা তথ্যে সেটি স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এ ব্যাপারে বিমানের এমডি ও সিইও যাহিদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই স্থগিত করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে।