ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাসের ধাক্কায় স্লাব পড়ে পা বিচ্ছিন্ন কলেজছাত্রের

বাসের ধাক্কায় স্লাব পড়ে পা বিচ্ছিন্ন কলেজছাত্রের

নিহত তানভীর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২ | ১৩:২৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ | ০৩:২৫

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় বাসের ধাক্কায় রাস্তার পাশে থাকা স্লাব পড়ে এক কলেজছাত্রের পা বিচ্ছিন্ন হয়েছে। রোববার সন্ধ্যার দিকে ইসিবি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই কলেজছাত্রের নাম তানভীর। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় তার বাসা।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক সমকালকে জানান, সন্ধ্যার দিকে হাঁটতে বাসা থেকে বের হন তানভীর। অছিম পরিবহনের একটি বাস রাস্তার পাশের স্লাবে ধাক্কা দেয়। এতে কয়েকটি স্লাব তানভীরের ডান পায়ের ওপর পড়ে। এ সময় তার পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার ডান পা কেটে ফেলা হয়।

ওসি বলেন, চালক ও হেলপার পালিয়েছে। বাসটি আটক করা হয়েছে। 

আরও পড়ুন

×