রাসায়নিক পরিমাপে আন্তর্জাতিক মান অর্জনে বিআরআইসিএমে সেমিনার

‘রাসায়নিক পরিমাপে আন্তর্জাতিক মান অর্জন: বিআরআইসিএমের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩ | ১৬:১৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ | ১৬:১৮
‘রাসায়নিক পরিমাপে আন্তর্জাতিক মান অর্জন: বিআরআইসিএমের অভিযাত্রা’ শীর্ষক একটি সেমিনার শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (বিআরআইসিএম) কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন বিআরআইসিএমের মহাপরিচালক ড. মালা খান। তিনি তার বক্তব্যে বিআরআইসিএমের অগ্রযাত্রা, সাফল্য ও অর্জন তুলে ধরেন।
ড. মালা খান জানান, বিআরআইসিএম দেশে রাসায়নিক পরিমাপে আন্তর্জাতিক মান প্রতিষ্ঠার লক্ষ্যে ইন্সট্রুমেন্টেশন ও ক্যালিব্রেশন, প্রফিসিয়েন্সি টেস্টিং (পিটি)/ইন্টার ল্যাবরেটরি কমপেরিজন (আইএলসি), সার্টিফায়েড রেফারেন্স ম্যাটেরিয়ালস (সিআরএম), মেথড ভেলিডেশন, রেফারেন্স মেজারমেন্ট প্রভৃতি সেবা উদ্ভাবন, প্রচার ও প্রদান করে চলেছে। এ পর্যন্ত ৩৯১২ ধরনের রাসায়নিক পরিমাপ সেবা, গবেষণাগার ও শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত ২২ ধরনের এনালাইটিক্যাল যন্ত্রের ক্যালিব্রেশন এবং ডায়াগনস্টিক ল্যাবরেটরি ও হাসপাতালে ব্যবহৃত ৩২ ধরনের মেডিক্যাল যন্ত্রের ক্যালিব্রেশন সেবা-সুবিধা তৈরি করা হয়েছে। ৭টি প্রফিসিয়েন্সি টেষ্টিং প্রোগ্রামে অংশগ্রহণ এবং ৪১টি প্রফিসিয়েন্সি টেস্টিং প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। ৩টি রেফারেন্স ম্যাটেরিয়াল (পিএইচ বাফার, এসিটামিনোফেন, ডাইক্লোফেনাক সোডিয়াম) প্রস্তুতের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, টেস্ট রেজাল্টের নির্ভরযোগ্যতা অর্জন, দেশের রাসায়নিক পরীক্ষাগারগুলির পরীক্ষণের মান আন্তর্জাতিকমানে উন্নীতকরণে সহযোগিতা এবং একই টেস্টের পরীক্ষাগারভেদে ভিন্ন ভিন্ন ফলাফল ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা না পাওয়া সংক্রান্ত সমস্যা দূর করার লক্ষ্যে বিআরআইসিএম কাজ করছে। বিআরইসিএম নিয়মিতভাবে প্রফিসিয়েন্সি টেস্টিং/আইএলসি প্রোগ্রাম আয়োজন করে। এর পাশাপাশি নিজেদের সক্ষমতা প্রমাণে এশিয়া প্যাসিফিক মেট্রোলোজি প্রোগ্রাম (এপিএমপি) কর্তৃক আয়োজিত ইউএসএ, কানাডা, সিংগাপুর, জাপান, চায়না, মালয়েশিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশের সাথে পিটি/আইএলসি প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজেদের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে।
ড. মালা খান উল্লেখ করেন, মারাত্নক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জনগণ ও সরকারকে সহায়তা করার জন্য করোনা প্রতিরোধে বিআরআইসিএম কোভিড-১৯ প্রতিরোধী হ্যান্ডরাব, স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ, সিডিসি, ইউএসএ- এর ফর্মুলা অনুযায়ী স্পেসিমেন কালেকশন কিট ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া (ভিটিএম) প্রস্তুত, করোনা ভাইরাস ধ্বংসকারী ওরো ন্যাসাল স্প্রে বঙ্গসেফ উৎপাদন, কোভিড-১৯ স্পেসিফিক এন্টিবডি (IgG) নির্ণয় সেবা প্রদান, জিনোম সিকোয়েন্সিং প্রভৃতি উল্লেখযোগ্য অবদান রেখেছে।
বিআরআইসিএমের মহাপরিচালক ড. মালা খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হসান এনডিসি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সম্মানিত অতিথি ছিলেন ইউনিলিভার বাংলাদেশের সিইও এন্ড এমডি জাভেদ আখতার এবং প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা।
সিনিয়র সচিব জিয়াউল হাসান বলেন, দেশের উন্নয়নে মেট্রোলজির গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন। বিআরআইসিএম তার লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে।
সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, বর্তমান সরকার জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি রাসায়নিক পরিমাপে আন্তর্জাতিক মান অর্জনের উপরও গুরুত্ব আরোপ করেন।
জাভেদ আখতার বলেন, আর্ন্তজাতিক মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে বিআরআইসিএম এক অনন্য দৃষ্টান্ত।
ইলিয়াস মৃধা বলেন, বিআরআইসিএমের সেবা নিয়ে প্রাণ গ্রুপ ১৪৭টি দেশে পণ্য রপ্তানি করে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বিআরআইসিএম
- রাসায়নিক পরিমাপ