ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্বামীও

বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্বামীও

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০৯:৪৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৪২

টিনশেড দুটি ঘরের মাঝের ফাঁকা স্থানে উন্মুক্ত গোসলখানা। ভোরে সেখানেই গিয়েছিলেন গৃহবধূ আকলিমা বেগম। এ সময় গোসলখানার ওপরে থাকা জিআই তারে হাত লাগে তার। সেই তার আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। ফলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে এগিয়ে যান স্বামী জাহাঙ্গীর আলম। স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আহত হন তিনিও। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন দু'জনকেই।

শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রবিউল ইসলাম বলেন, 'ভোর সাড়ে ৪টার দিকে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানা গেছে। ওই সময় প্রথমে একজন অজু বা গোসল করতে সেখানে গিয়েছিলেন। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর অপরজন তাকে বাঁচাতে যান। যতটুকু জানা গেছে, বিপজ্জনকভাবে থাকা বিদ্যুতের তার গোসলখানার ওপরের অংশের জিআই তারের সঙ্গে লেগে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এর আগেও বেশ কয়েকজন সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। টিনশেড বাড়ির মালিক বিদেশে থাকেন। একজন কেয়ারটেকার তার হয়ে ভাড়া আদায় করেন। তবে তিনিও সেখানে থাকেন না। এ ঘটনায় কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

নিহত দম্পতির ছেলে ফোরকান ঢামেক হাসপাতালে জানান, তার বাবা জাহাঙ্গীর আলম পেশায় রিকশাচালক ছিলেন। তার বয়স ৫০ বছর। আর আকলিমার বয়স ৩৮ বছর। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরখালি উপজেলার বালিপাড়ায়।

পুলিশ জানায়, শনিবার সকালে প্রথমে জাহাঙ্গীরকে ঢামেক হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। পরে দুপুর দেড়টার দিকে আকলিমাকেও একই হাসপাতালে নেওয়া হয়। তখন তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন

×