ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সানোফি বন্ধের সিদ্ধান্ত বাতিল দাবি কর্মচারীদের

সানোফি বন্ধের সিদ্ধান্ত বাতিল দাবি কর্মচারীদের

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ১২:২৬

ফ্রান্সভিত্তিক ওষুধ কোম্পানি সানোফি লিমিটেড বন্ধ বা বিক্রির যে সিদ্ধান্ত হয়েছে, তা বাতিলের দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। 

এ সময় বক্তারা বলেন, সানোফি বাংলাদেশ লিমিটেড একটি লাভজনক প্রতিষ্ঠান। দেশি-বিদেশি চক্রান্তের কারণে প্রতিষ্ঠানটি বন্ধ বা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এটি বন্ধ হলে অন্তত এক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা চাকরি হারাবেন। এর সঙ্গে সম্পৃক্ত প্রায় পাঁচ হাজার সদস্য ক্ষতিগ্রস্ত হবেন। এ ছাড়া এটি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের আঘাত।

মানববন্ধনে শ্রমিক-কর্মচারীরা বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করলে ২১ অক্টোবর বিকেলে প্রতিষ্ঠানটির গেটে প্রতীকী অনশন করা হবে। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক, মফিদুল ইসলাম, বাংলাদেশ কেমিক্যাল এনার্জি অ্যান্ড ফার্মাসিটিক্যাল ওয়ার্কার ফেডারেশনের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

আরও পড়ুন

×