ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘টেকসই উন্নয়নে শ্রম অধিকারের অবারিত চর্চা দরকার’

‘টেকসই উন্নয়নে শ্রম অধিকারের অবারিত চর্চা দরকার’

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩ | ১৫:৫৯ | আপডেট: ১২ জুন ২০২৩ | ১৫:৫৯

'টেকসই অর্থনৈতিক উন্নয়নে শ্রম অধিকার চর্চা আরও অবারিত হওয়া প্রয়োজন। শ্রমিকদের উন্নত জীবনযাত্রা, তাদের মানবাধিকার, রাষ্ট্র পরিচালনায় তাদের প্রতিনিধিত্বমূলক অংশিদারিত্বের প্রতি সংশ্লিষ্ট পক্ষগুলোকে মানবিক এবং দায়িত্বশীল হতে হবে। কৃষক এবং শ্রমিকের হাতেই দেশের অর্থনীতির চাকা সচল আছে। এই দুই শ্রেণি ভালো না থাকলে অর্থনীতির চাকা বেশিদিন সচল রাখা সম্ভব নয়।'

শ্রমিক অধিকার বিষয়ক এক কর্মশালায় সোমবার এ পর্যবেক্ষণ তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। ‘সুবিচারের স্বার্থে শ্রমিকের ক্ষমতায়ন’ বিষয়ক গণমাধ্যম কর্মীদের জন্য দুই দিনের এ কর্মশালা রাজধানীর হোটেল প্লাটিনাম গ্রান্ডে অনুষ্ঠিত হয়। দ্য রুল অফ ল কোলাবোরেটিভ অফ সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট  কর্মশালাটির আয়োজন করে।

কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। তিনি বলেন, অধিকারের জায়গা থেকে রাষ্ট্র পরিচালনায় কৃষক-শ্রমিকের অংশিদারিত্ব থাকা প্রয়োজন। অথচ রাষ্ট্রে সংখ্যাগরিষ্ট হওয়া সত্ত্বেও প্রায় সর্বত্রই তাদের অধিকার চর্চার সুযোগ সীমিত। দুঃখজনকভাবে গণমাধ্যমেও শ্রম বিষয়ক খবরের কলেবর দিন দিন সঙ্কুচিত হচ্ছে। শ্রমিকরা কোথায় বঞ্চিত হচ্ছে, তাদের মানবাধিকার কীভাবে লঙ্ঘিত হচ্ছে সে বিষয়গুলো মিডিয়ায় যথাযথ প্রচার পায়না। 

তিনি বলেন, জাতীয় টেকসই উন্নয়নে কৃষক শ্রমিকের প্রতি সব পক্ষের আরও মানবিক এবং দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। কারণ, তারাও মানুষ। এদের হাতেই অর্থনীতির চাকা। যার সুফল ভোগ করছে গোটা জাতি। 

এ অধিবেশনে আরও বক্তব্য প্রদান করেন ব্লাস্টের আইন উপেদষ্টা এস এম রেজাউল করিম, পরিচালক বরকত আলী, মাহবুবা আক্তার প্রমুখ। 

যুক্তরাষ্ট্রের মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ জার্নালিজম অ্যান্ড নিউ মিডিয়ার ডিন ড. আন্দ্রে হিকারসন কর্মশালার কয়েকটি অধিবেশনে আন্তর্জাতিক শ্রম অধিকার চর্চা এবং গণমাধ্যমের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন প্রতিনিধি কর্মশালায় অংশ নেন। কর্মশালায় অংশ নেওয়া গণমাধ্যমকর্মীদের হাতে সনদ তুলে দেন আবু সাঈদ খান।

আরও পড়ুন

×