প্রতিষ্ঠানে তালা দিয়ে অবস্থান শিক্ষকদের

ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১৮:০০
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতারা। গত ১১ জুলাই থেকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শতাধিক শিক্ষক-কর্মচারী।
এই শিক্ষক নেতা আরও বলেন, সারাদেশ থেকে আসা শিক্ষক-কর্মচারীরা সব বাধা-বিপত্তি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকার তাদের দাবিগুলো গুরুত্ব দিচ্ছে না। তাই আজ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সব শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল এক ধাপ নিচে এবং সহকারী প্রধান শিক্ষকদের উচ্চ স্কেল না দেওয়ায় উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল এখন সমান। এ ছাড়াও অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ভাতা পাওয়ায় দীর্ঘসূত্রতার কথাও জানান শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে সভাপতির লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। পরে প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতেও নতুন এই ঘোষণা দেন শিক্ষক নেতারা।
- বিষয় :
- বাংলাদেশ শিক্ষক সমিতি
- প্রেস ক্লাব