ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আন্তর্জাতিক উৎসব

মরক্কো যাচ্ছে ঢাবির মূকাভিনয় শিল্পী দল

মরক্কো যাচ্ছে ঢাবির মূকাভিনয় শিল্পী দল

ঢাবির সাংবাদিক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি-সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ২১:০২ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ২১:০২

মূকাভিনয় নিয়ে মরক্কোর প্রাচীন ও ঐতিহাসিক শহর কাসাব্লাঙ্কায় অবস্থিত দ্বিতীয় হাসান ইউনিভার্সিটি অব কাসাব্লাঙ্কার ৩৫তম আন্তর্জাতিক ইউনিভার্সিটি থিয়েটার ফেস্টিভ্যালে অংশ নিতে মরক্কো যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। আগামী ২৪ থেকে ২৯ জুলাই অনুষ্ঠিতব্য এ উৎসবে বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, জার্মানি, ইতালি, মরক্কো, তিউনেশিয়া ও সৌদি আরবের শিল্পীরা অংশ নিচ্ছেন। 

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এবং ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের সমন্বয়ে ফেস্টিভ্যালে তারা ‘অস্বীকৃতি’, ‘চেয়ার : দ্য সাইন অব পাওয়ার’, ‘ভালোবাসা এবং অতঃপর’, ‘সুবোধ পালাবে না আর’– এ চারটি স্কেচ নিয়ে ৪০ মিনিটের প্রযোজনা উপস্থাপন করবেন।

এর মধ্যে অভিনয় করবেন মীর লোকমান, মৌসুমী মৌ, মেহেদী হাসান সোহান, শাহরিয়ার শাওন। আলোক প্রক্ষেপণে থাকবেন এনামূল হক খন্দকার। এ সফরে নেতৃত্ব দেবেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের উপদেষ্টা তাওহিদা জাহান। 

সংবাদ সম্মেলনে মাইম অ্যাকশনের মডারেটর ফাদার তপন ডি রোজারিও, শান্তা তাওহিদা, মেহেদী হাসান সোহান, শাহরিয়ার শাওন প্রমুখ উপস্থিত ছিলেন। 





আরও পড়ুন

×